২০২৫ সালের কলেজ ভর্তি: প্রথম মেরিট লিস্ট প্রকাশ ও আবেদন সংক্রান্ত তথ্য
গতকাল অর্থাৎ ৩০শে জুলাই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তাঁর “X Handel” থেকে জানিয়েছেন যে কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী ৭ই আগস্ট, ২০২৫।
তিনি আরও জানান, যারা আবেদন করার সময় জাতিগত অবস্থা উল্লেখ করেননি, তারা যেন অডিন পোর্টালে গিয়ে তাদের তথ্য সঠিকভাবে সংশোধন করে নেন।
Applicants are hereby notified that they can submit and/or modify their social category details and preference ordering by logging in to the portal.
এ বছর কলেজে ভর্তির জন্য ৩ লক্ষ ৫৯ হাজার ১১৪ জন ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত হয়েছে এবং মোট আবেদন করেছেন ২০ লক্ষ ৫৯ হাজার ৬৩০ জন।
রেজিস্ট্রার করা ছাত্রছাত্রীদের মধ্যে অন্য রাজ্যের ছাত্র-ছাত্রীর সংখ্যা মাত্র ৪১১১ জন।
এছাড়াও, চ্যাটবট “বীণা” ব্যবহার করে এখন পর্যন্ত ৫,৫৫,৫৫৫ প্রশ্নের সমাধান পেয়েছে ছাত্রছাত্রীরা।