-
Q1. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সাহায্য করে?
a. ভিটামিন A
b. ভিটামিন B
c. ভিটামিন C
d. ভিটামিন K
Right Answer: d. ভিটামিন K -
Q2. মানবদেহে কোষ বিভাজনের জন্য কোন অঙ্গাণু প্রয়োজন?
a. রাইবোসম
b. মাইটোকন্ড্রিয়া
c. সেন্ট্রিওল
d. গলগি বডি
Right Answer: c. সেন্ট্রিওল -
Q3. অক্সিজেন পরিবহনে সহায়তা করে—
a. প্লেটলেট
b. রক্তরস
c. লোহিত কণিকা
d. শ্বেত কণিকা
Right Answer: c. লোহিত কণিকা -
Q4. DNA এর আকার—
a. সোজা রেখা
b. সর্পিল জোড়া সিঁড়ি
c. বৃত্তাকার
d. ত্রিভুজ
Right Answer: b. সর্পিল জোড়া সিঁড়ি -
Q5. শ্বাসপ্রশ্বাসের সময় কোন গ্যাস গ্রহণ করি?
a. নাইট্রোজেন
b. অক্সিজেন
c. কার্বন ডাই-অক্সাইড
d. হাইড্রোজেন
Right Answer: b. অক্সিজেন -
Q6. স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
a. হৃৎপিণ্ড
b. বৃক্ক
c. মস্তিষ্ক
d. যকৃত
Right Answer: c. মস্তিষ্ক -
Q7. চামড়ার নিচে থাকা চর্বির কাজ—
a. রক্তচাপ নিয়ন্ত্রণ
b. তাপ সংরক্ষণ
c. শক্তি উৎপাদন
d. জলীয় বাষ্প
Right Answer: b. তাপ সংরক্ষণ -
Q8. কোন অঙ্গ রক্ত পরিশোধন করে?
a. যকৃত
b. হৃৎপিণ্ড
c. ফুসফুস
d. বৃক্ক
Right Answer: d. বৃক্ক -
Q9. ত্বকের রঙ নির্ধারণ করে—
a. মেলানিন
b. ক্যালসিয়াম
c. হিমোগ্লোবিন
d. লিপিড
Right Answer: a. মেলানিন -
Q10. পেশী সংকোচনের জন্য কোন খনিজ প্রয়োজন?
a. আয়রন
b. ক্যালসিয়াম
c. সোডিয়াম
d. ম্যাগনেসিয়াম
Right Answer: b. ক্যালসিয়াম -
Q11. রক্তে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে—
a. ইনসুলিন
b. অ্যাড্রিনালিন
c. থাইরক্সিন
d. কর্টিসল
Right Answer: a. ইনসুলিন -
Q12. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
a. নাইট্রোজেন
b. অক্সিজেন
c. হাইড্রোজেন
d. কার্বন মনোঅক্সাইড
Right Answer: b. অক্সিজেন -
Q13. চোখের কোন অংশ আলোর প্রতিসরণ ঘটায়?
a. কর্নিয়া
b. রেটিনা
c. আইরিস
d. অপটিক নার্ভ
Right Answer: a. কর্নিয়া -
Q14. থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
a. ইনসুলিন
b. অ্যাড্রিনালিন
c. থাইরক্সিন
d. গ্লুকাগন
Right Answer: c. থাইরক্সিন -
Q15. কোনটি কোষের শক্তিকেন্দ্র?
a. নিউক্লিয়াস
b. সেন্ট্রিওল
c. মাইটোকন্ড্রিয়া
d. গলগি বডি
Right Answer: c. মাইটোকন্ড্রিয়া -
Q16. ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়?
a. রিকেটস
b. পোলিও
c. অ্যানিমিয়া
d. ম্যালেরিয়া
Right Answer: a. রিকেটস -
Q17. একজিমা কী ধরনের রোগ?
a. ফুসফুস
b. চর্ম
c. রক্ত
d. অন্ত্র
Right Answer: b. চর্ম -
Q18. মানুষের শ্রবণ অঙ্গ কোনটি?
a. চোখ
b. নাক
c. কান
d. জিহ্বা
Right Answer: c. কান -
Q19. পানি ফুটে যায়—
a. 50°C
b. 60°C
c. 90°C
d. 100°C
Right Answer: d. 100°C -
Q20. কাঁচে আলোর গতি কম হয় কারণ—
a. প্রতিফলন হয়
b. ঘন মাধ্যম
c. পাতলা মাধ্যম
d. আলোকরশ্মি বাঁকে
Right Answer: b. ঘন মাধ্যম -
Q21. রক্ত সঞ্চালনের জনক বলা হয়—
a. আরিস্তোটল
b. হার্ভে
c. ডারউইন
d. ল্যামার্ক
Right Answer: b. হার্ভে -
Q22. কোষ বিভাজনের সময় DNA কপি হয়—
a. মাইটোসিসে
b. মিওসিসে
c. উভয়টিতে
d. কোনোটিতেই না
Right Answer: c. উভয়টিতে -
Q23. ভাইরাসের গঠন কেমন?
a. এককোষী
b. দ্বিকোষী
c. কোষবিহীন
d. মাল্টিসেলুলার
Right Answer: c. কোষবিহীন -
Q24. BCG টিকা কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়?
a. পোলিও
b. টিটেনাস
c. যক্ষ্মা
d. হাম
Right Answer: c. যক্ষ্মা -
Q25. DNA এবং RNA দুটিই রয়েছে—
a. ভাইরাসে
b. ব্যাকটেরিয়ায়
c. প্রোটোজোয়ায়
d. ইউক্যারিওটে
Right Answer: d. ইউক্যারিওটে -
Q26. সঠিক খাদ্য মানে—
a. বেশি খাওয়া
b. কম খাওয়া
c. প্রয়োজনমতো খাওয়া
d. শুধু আমিষ খাওয়া
Right Answer: c. প্রয়োজনমতো খাওয়া -
Q27. ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়—
a. ইউরিয়া
b. জল ও লবণ
c. অক্সিজেন
d. প্রোটিন
Right Answer: b. জল ও লবণ -
Q28. ডায়রিয়ার প্রধান লক্ষণ—
a. শ্বাসকষ্ট
b. কাশি
c. পানিশূন্যতা
d. জ্বর
Right Answer: c. পানিশূন্যতা -
Q29. কোষপ্রাচীর পাওয়া যায়—
a. প্রাণী কোষে
b. উদ্ভিদ কোষে
c. ভাইরাসে
d. ব্যাকটেরিয়ায় না
Right Answer: b. উদ্ভিদ কোষে -
Q30. হিমোফিলিয়া কী?
a. সংক্রামক রোগ
b. হরমোন জনিত রোগ
c. বংশগত রক্তক্ষরণ রোগ
d. খাদ্যজনিত রোগ
Right Answer: c. বংশগত রক্তক্ষরণ রোগ -
Q31. মেরুদণ্ডে কয়টি কশেরুকা থাকে?
a. 26
b. 30
c. 33
d. 36
Right Answer: c. 33 -
Q32. ভিটামিন C এর ঘাটতিতে হয়—
a. রাতকানা
b. স্কার্ভি
c. রিকেটস
d. খরা
Right Answer: b. স্কার্ভি -
Q33. শ্রবণতন্ত্রে হাড় কয়টি?
a. ৩টি
b. ৫টি
c. ২টি
d. ৪টি
Right Answer: a. ৩টি -
Q34. কোন অঙ্গ দেহের ফিল্টার?
a. হৃদপিণ্ড
b. পাকস্থলী
c. বৃক্ক
d. যকৃত
Right Answer: c. বৃক্ক -
Q35. কোনটিতে দুধ সংরক্ষণ করা হয়?
a. ঠান্ডা জায়গায়
b. উত্তপ্ত জায়গায়
c. সরাসরি সূর্যে
d. গরম পানিতে
Right Answer: a. ঠান্ডা জায়গায় -
Q36. চুল ও নখ গঠিত—
a. প্রোটিন দিয়ে
b. ফ্যাট দিয়ে
c. ক্যালসিয়াম দিয়ে
d. শর্করা দিয়ে
Right Answer: a. প্রোটিন দিয়ে -
Q37. পেট ব্যথা হলে দেওয়া হয়—
a. অ্যান্টিবায়োটিক
b. অ্যান্টাসিড
c. ইনসুলিন
d. গ্লুকোজ
Right Answer: b. অ্যান্টাসিড -
Q38. রক্তে আয়রনের ঘাটতিতে হয়—
a. রিকেটস
b. হিমোফিলিয়া
c. অ্যানিমিয়া
d. ডায়রিয়া
Right Answer: c. অ্যানিমিয়া -
Q39. আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা—
a. 205
b. 206
c. 207
d. 208
Right Answer: b. 206 -
Q40. হজমে সহায়ক পাচকরস—
a. লালা
b. ইনসুলিন
c. অ্যাসিড
d. বাইল
Right Answer: d. বাইল -
Q41. শরীরে জলের ঘাটতিকে বলে—
a. হাইড্রেশন
b. ডিহাইড্রেশন
c. রিহাইড্রেশন
d. রিইনফিউশন
Right Answer: b. ডিহাইড্রেশন -
Q42. হাড় নরম হয় কোন রোগে?
a. অ্যানিমিয়া
b. রিকেটস
c. ডায়াবেটিস
d. টিবি
Right Answer: b. রিকেটস -
Q43. প্রাথমিক চিকিৎসার প্রতীক—
a. সবুজ ক্রস
b. লাল ক্রস
c. হলুদ ক্রস
d. নীল ক্রস
Right Answer: b. লাল ক্রস -
Q44. কোন ভিটামিন সূর্য থেকে পাওয়া যায়?
a. A
b. B
c. C
d. D
Right Answer: d. D -
Q45. দৃষ্টিশক্তি ভালো রাখে—
a. ভিটামিন A
b. ভিটামিন B
c. ভিটামিন D
d. ভিটামিন E
Right Answer: a. ভিটামিন A -
Q46. রক্তের লাল রং আসে—
a. প্লাজমা থেকে
b. প্লেটলেট থেকে
c. হিমোগ্লোবিন থেকে
d. লিপিড থেকে
Right Answer: c. হিমোগ্লোবিন থেকে -
Q47. কোনটি সংবহনতন্ত্রের অংশ নয়?
a. হৃৎপিণ্ড
b. ধমনী
c. শিরা
d. ব্রঙ্কিওল
Right Answer: d. ব্রঙ্কিওল -
Q48. অ্যালার্জির প্রতিক্রিয়ায় নিঃসৃত হয়—
a. ইনসুলিন
b. হিস্টামিন
c. গ্লুকাগন
d. কর্টিসল
Right Answer: b. হিস্টামিন -
Q49. শিশুর ওজন মাপা হয়—
a. সেন্টিমিটার
b. লিটার
c. কেজি
d. মিলি
Right Answer: c. কেজি -
Q50. কুষ্ঠ রোগের জীবাণু—
a. ভাইরাস
b. ব্যাকটেরিয়া
c. প্রোটোজোয়া
d. ফাঙ্গাস
Right Answer: b. ব্যাকটেরিয়া