-
Q1. মানবদেহে রক্ত সঞ্চালনের নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
a. ফুসফুস
b. যকৃত
c. হৃৎপিণ্ড
d. বৃক্ক
Right Answer: c. হৃৎপিণ্ড -
Q2. খাদ্যে উপস্থিত প্রোটিন পচন হয় কোথায়?
a. মুখে
b. পাকস্থলীতে
c. ক্ষুদ্রান্ত্রে
d. বৃহদান্ত্রে
Right Answer: b. পাকস্থলীতে -
Q3. জলীয় বাষ্প কোন পরিবর্তনের উদাহরণ?
a. কঠিন থেকে তরল
b. তরল থেকে গ্যাস
c. গ্যাস থেকে কঠিন
d. কঠিন থেকে গ্যাস
Right Answer: b. তরল থেকে গ্যাস -
Q4. মানুষের চোখে ইমেজ তৈরি হয়—
a. কর্নিয়ায়
b. আইরিসে
c. রেটিনায়
d. লেন্সে
Right Answer: c. রেটিনায় -
Q5. দেহের পিএইচ নির্ধারণে কোনটি ব্যবহৃত হয়?
a. থার্মোমিটার
b. পিএইচ পেপার
c. বারোমিটার
d. স্পেকট্রোমিটার
Right Answer: b. পিএইচ পেপার -
Q6. রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে—
a. ইনসুলিন
b. অ্যাড্রিনালিন
c. থাইরক্সিন
d. অক্সিটোসিন
Right Answer: a. ইনসুলিন -
Q7. কোনটি জীবনের একক?
a. অঙ্গ
b. কোষ
c. টিস্যু
d. অণু
Right Answer: b. কোষ -
Q8. পারমাণবিক সংখ্যা নির্দেশ করে—
a. নিউট্রন সংখ্যা
b. ইলেকট্রন সংখ্যা
c. প্রোটন সংখ্যা
d. ভর সংখ্যা
Right Answer: c. প্রোটন সংখ্যা -
Q9. মৌলিক অধিকার রক্ষায় নিয়োজিত সংস্থা—
a. লোকসভা
b. সুপ্রিম কোর্ট
c. রাষ্ট্রপতি
d. রাজ্যসভা
Right Answer: b. সুপ্রিম কোর্ট -
Q10. উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয়—
a. মূল
b. কাণ্ড
c. ফুল
d. পাতা
Right Answer: d. পাতা -
Q11. পানির রাসায়নিক সংকেত কী?
a. CO₂
b. H₂O
c. NaCl
d. HCl
Right Answer: b. H₂O -
Q12. কোন গ্রন্থি দুধ উৎপাদনে সাহায্য করে?
a. থাইরয়েড
b. পিটুইটারি
c. ম্যামারি
d. অ্যাড্রিনাল
Right Answer: c. ম্যামারি -
Q13. পানের মাধ্যমে কোন রোগ ছড়ায় না?
a. কলেরা
b. টাইফয়েড
c. ডায়রিয়া
d. ডেঙ্গু
Right Answer: d. ডেঙ্গু -
Q14. লিভার কোন রক্ত তৈরি করে?
a. লোহিত কণিকা
b. শ্বেত কণিকা
c. প্লেটলেট
d. প্লাজমা
Right Answer: a. লোহিত কণিকা -
Q15. কোন গ্যাস গাছ সালোকসংশ্লেষণে ব্যবহার করে?
a. অক্সিজেন
b. হাইড্রোজেন
c. নাইট্রোজেন
d. কার্বন ডাই-অক্সাইড
Right Answer: d. কার্বন ডাই-অক্সাইড -
Q16. কোষ বিভাজনের জন্য প্রয়োজন—
a. মাইটোকন্ড্রিয়া
b. নিউক্লিয়াস
c. রাইবোসম
d. সেন্ট্রিওল
Right Answer: d. সেন্ট্রিওল -
Q17. সালোকসংশ্লেষণের সময় অক্সিজেন উৎপন্ন হয়—
a. কার্বন ডাই-অক্সাইড থেকে
b. গ্লুকোজ থেকে
c. পানি থেকে
d. নাইট্রোজেন থেকে
Right Answer: c. পানি থেকে -
Q18. ‘রক্তের ব্যাংক’ নামে পরিচিত—
a. প্লেটলেট
b. প্লাজমা
c. লিম্ফ
d. তিললি
Right Answer: d. তিললি -
Q19. মানবদেহে ক্যালসিয়াম সংরক্ষণ হয়—
a. যকৃতে
b. বৃক্কে
c. হাড়ে
d. ত্বকে
Right Answer: c. হাড়ে -
Q20. কোনটি দেহের রোগ প্রতিরোধ করে?
a. হিমোগ্লোবিন
b. শ্বেত কণিকা
c. লোহিত কণিকা
d. প্লেটলেট
Right Answer: b. শ্বেত কণিকা -
Q21. ATP কী ধরনের অণু?
a. প্রোটিন
b. শক্তি মুদ্রা
c. কার্বোহাইড্রেট
d. ফ্যাট
Right Answer: b. শক্তি মুদ্রা -
Q22. কোনটি ভিটামিন C এর উৎস?
a. দুধ
b. লেবু
c. মাছ
d. চাল
Right Answer: b. লেবু -
Q23. উদ্ভিদের নিঃশ্বাস প্রক্রিয়া কোন সময় হয়?
a. দিনে
b. রাতে
c. সবসময়
d. কখনো না
Right Answer: c. সবসময় -
Q24. জলে দ্রবীভূত হওয়া পদার্থকে কী বলে?
a. দ্রাবক
b. দ্রাব্য
c. যৌগ
d. সমবায়
Right Answer: b. দ্রাব্য -
Q25. কোনটি জিনবাহী অণু?
a. RNA
b. ATP
c. ADP
d. এনজাইম
Right Answer: a. RNA -
Q26. কোষ বিভাজনের দুটি ধাপ—
a. ডিএনএ ও প্রোটিন
b. মাইটোসিস ও মিয়োসিস
c. নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম
d. গলন ও বাষ্পীয়
Right Answer: b. মাইটোসিস ও মিয়োসিস -
Q27. অক্সিজেন পরিবহণ করে—
a. রক্তরস
b. প্লেটলেট
c. হিমোগ্লোবিন
d. শ্বেত কণিকা
Right Answer: c. হিমোগ্লোবিন -
Q28. মাইটোকন্ড্রিয়া কিসের জন্য পরিচিত?
a. প্রোটিন উৎপাদন
b. শক্তি উৎপাদন
c. জলীয় রস সৃষ্টি
d. কোষ বিভাজন
Right Answer: b. শক্তি উৎপাদন -
Q29. কোষের গঠন ও নিয়ন্ত্রণ করে—
a. নিউক্লিয়াস
b. রাইবোসম
c. গলগি বডি
d. সাইটোপ্লাজম
Right Answer: a. নিউক্লিয়াস -
Q30. ফুসফুসে গ্যাস বিনিময়ের একক—
a. ব্রঙ্কাস
b. ট্র্যাকিয়া
c. ব্রংকিওল
d. অ্যালভিওলাই
Right Answer: d. অ্যালভিওলাই -
Q31. সালোকসংশ্লেষণ কোথায় হয়?
a. মূল
b. কাণ্ড
c. পাতার ক্লোরোপ্লাস্টে
d. ফুল
Right Answer: c. পাতার ক্লোরোপ্লাস্টে -
Q32. ডায়াবেটিস রোগে শরীরে কোন হরমোনের ঘাটতি হয়?
a. অ্যাড্রিনালিন
b. থাইরক্সিন
c. ইনসুলিন
d. প্রোল্যাকটিন
Right Answer: c. ইনসুলিন -
Q33. কোনটি কৃত্রিম উপায়ে তৈরি ওষুধ?
a. অ্যান্টিবায়োটিক
b. ইনজেকশন
c. সিরাপ
d. হোমিওপ্যাথি
Right Answer: a. অ্যান্টিবায়োটিক -
Q34. RBC এর অভাবে কী হয়?
a. ডায়রিয়া
b. অ্যানিমিয়া
c. ডেঙ্গু
d. ইনফ্লুয়েঞ্জা
Right Answer: b. অ্যানিমিয়া -
Q35. কোষের বাইরে থাকা পাতলা স্তর—
a. সাইটোপ্লাজম
b. নিউক্লিয়াস
c. কোষপ্রাচীর
d. কোষঝিল্লি
Right Answer: d. কোষঝিল্লি -
Q36. DNA কে কয়টি বেস জোড়া তৈরি করে?
a. ২
b. ৩
c. ৪
d. ৫
Right Answer: c. ৪ -
Q37. শ্বাসপ্রশ্বাসে উৎপন্ন প্রধান গ্যাস—
a. H₂
b. CO₂
c. N₂
d. O₂
Right Answer: b. CO₂ -
Q38. চোখের আলো নিয়ন্ত্রণ করে—
a. লেন্স
b. কর্নিয়া
c. আইরিস
d. রেটিনা
Right Answer: c. আইরিস -
Q39. কোনটি প্রাণীর অনুজীব?
a. ভাইরাস
b. ব্যাকটেরিয়া
c. ছত্রাক
d. প্রোটোজোয়া
Right Answer: d. প্রোটোজোয়া -
Q40. মানবদেহে ভিটামিন D উৎপাদিত হয়—
a. রাতে
b. সূর্যের আলোতে
c. হিমোগ্লোবিনে
d. মাংসে
Right Answer: b. সূর্যের আলোতে -
Q41. কোন রোগটি মশার মাধ্যমে ছড়ায়?
a. ডায়রিয়া
b. কলেরা
c. ডেঙ্গু
d. টাইফয়েড
Right Answer: c. ডেঙ্গু -
Q42. কোনটি তাপ পরিবাহক নয়?
a. লোহা
b. তামা
c. কাঠ
d. অ্যালুমিনিয়াম
Right Answer: c. কাঠ -
Q43. পানির স্ফুটনাঙ্ক কত?
a. 0°C
b. 50°C
c. 100°C
d. 200°C
Right Answer: c. 100°C -
Q44. শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে—
a. লিভার
b. মস্তিষ্ক
c. হৃদপিণ্ড
d. হাইপোথ্যালামাস
Right Answer: d. হাইপোথ্যালামাস -
Q45. কোন হরমোন ‘লড়াই অথবা পালাও’ প্রতিক্রিয়া সৃষ্টি করে?
a. ইনসুলিন
b. অ্যাড্রিনালিন
c. থাইরক্সিন
d. প্রোল্যাকটিন
Right Answer: b. অ্যাড্রিনালিন -
Q46. কোষে প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়?
a. নিউক্লিয়াস
b. গলগি বডি
c. মাইটোকন্ড্রিয়া
d. রাইবোসম
Right Answer: d. রাইবোসম -
Q47. কোনটি সঠিক সমানুপাতিক নিয়ম?
a. বল ∝ ভর
b. বল ∝ ত্বরণ
c. বল = ভর × ত্বরণ
d. বল = ভর ÷ ত্বরণ
Right Answer: c. বল = ভর × ত্বরণ -
Q48. শব্দের একক কী?
a. হাৎস
b. ডেসিবেল
c. নিউটন
d. মিটার
Right Answer: b. ডেসিবেল -
Q49. হাড়ের প্রধান উপাদান—
a. ক্যালসিয়াম
b. লৌহ
c. জিংক
d. ফসফরাস
Right Answer: a. ক্যালসিয়াম -
Q50. কোষের মধ্যে জিন কোথায় থাকে?
a. নিউক্লিয়াস
b. সাইটোপ্লাজম
c. রাইবোসম
d. মাইটোকন্ড্রিয়া
Right Answer: a. নিউক্লিয়াস