-
Q1. হিমোগ্লোবিন কোন উপাদান বহন করে?
a. কার্বন ডাই-অক্সাইড
b. অক্সিজেন
c. নাইট্রোজেন
d. জলীয় বাষ্প
Right Answer: b. অক্সিজেন -
Q2. DNA এর পূর্ণরূপ কী?
a. Deoxyribo Nucleic Acid
b. Dioxin Ribonucleic Acid
c. Dual Nuclear Acid
d. Deoxy Nucleic Acid
Right Answer: a. Deoxyribo Nucleic Acid -
Q3. কোনটি মানবদেহের বৃহত্তম অঙ্গ?
a. যকৃত
b. মস্তিষ্ক
c. হৃদপিণ্ড
d. ত্বক
Right Answer: d. ত্বক -
Q4. কোন খাদ্য উপাদান দেহ গঠনে সহায়তা করে?
a. কার্বোহাইড্রেট
b. প্রোটিন
c. ফ্যাট
d. ভিটামিন
Right Answer: b. প্রোটিন -
Q5. বায়ুচাপ মাপার যন্ত্র কী?
a. ব্যারোমিটার
b. হাইগ্রোমিটার
c. থার্মোমিটার
d. রেইন গেজ
Right Answer: a. ব্যারোমিটার -
Q6. মস্তিষ্কে কতটি প্রধান ভাগ থাকে?
a. ২টি
b. ৩টি
c. ৪টি
d. ৫টি
Right Answer: b. ৩টি -
Q7. কোনটি উদ্ভিদের সংবহন তন্ত্র?
a. জাইলেম ও ফ্লোয়েম
b. কিউটিকল ও স্টোমাটা
c. রুট হেয়ার
d. কর্ক ও কাষ্ঠ
Right Answer: a. জাইলেম ও ফ্লোয়েম -
Q8. ডায়াবেটিস রোগের জন্য কোন হরমোন দায়ী?
a. থাইরক্সিন
b. ইনসুলিন
c. অ্যাড্রিনালিন
d. অক্সিটোসিন
Right Answer: b. ইনসুলিন -
Q9. কাঁটাচামচ কোন ধাতু দিয়ে তৈরি হয়?
a. লোহা
b. তামা
c. স্টেইনলেস স্টিল
d. অ্যালুমিনিয়াম
Right Answer: c. স্টেইনলেস স্টিল -
Q10. সালোকসংশ্লেষণে উৎপন্ন হয়—
a. অক্সিজেন ও গ্লুকোজ
b. কার্বন ডাই-অক্সাইড ও জল
c. গ্লুকোজ ও নাইট্রোজেন
d. জল ও ফ্যাট
Right Answer: a. অক্সিজেন ও গ্লুকোজ -
Q11. উদ্ভিদের কোন অংশে বেশি ক্লোরোফিল থাকে?
a. মূল
b. কাণ্ড
c. পাতা
d. ফুল
Right Answer: c. পাতা -
Q12. হাড় শক্ত হওয়ার জন্য কোন খনিজ প্রয়োজন?
a. লোহা
b. ক্যালসিয়াম
c. ম্যাগনেশিয়াম
d. পটাশিয়াম
Right Answer: b. ক্যালসিয়াম -
Q13. রক্তে কোন কোষ জমাট বাঁধায় সাহায্য করে?
a. RBC
b. WBC
c. প্লেটলেট
d. নিউট্রোফিল
Right Answer: c. প্লেটলেট -
Q14. আলোর গতি সর্বাধিক কোথায়?
a. জল
b. বায়ু
c. কাচ
d. শূন্যস্থান
Right Answer: d. শূন্যস্থান -
Q15. মস্তিষ্ক সুরক্ষিত থাকে—
a. খুলি
b. ত্বক
c. স্নায়ু
d. তরল
Right Answer: a. খুলি -
Q16. কোন অঙ্গ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে?
a. যকৃত
b. হাইপোথ্যালামাস
c. বৃক্ক
d. পাকস্থলী
Right Answer: b. হাইপোথ্যালামাস -
Q17. ক্লোরোফিল কী?
a. এনজাইম
b. পিগমেন্ট
c. প্রোটিন
d. ফ্যাট
Right Answer: b. পিগমেন্ট -
Q18. DNA কোথায় থাকে?
a. সাইটোপ্লাজম
b. নিউক্লিয়াস
c. রাইবোসম
d. মাইটোকন্ড্রিয়া
Right Answer: b. নিউক্লিয়াস -
Q19. কোনটি অপচয়কারী ব্যাধি নয়?
a. ডায়রিয়া
b. স্কার্ভি
c. আমাশয়
d. কলেরা
Right Answer: b. স্কার্ভি -
Q20. মানুষের দেহে হাড়ের সংখ্যা—
a. 200
b. 206
c. 210
d. 208
Right Answer: b. 206 -
Q21. কোষের শক্তিকেন্দ্র বলা হয়—
a. নিউক্লিয়াস
b. সেন্ট্রিওল
c. মাইটোকন্ড্রিয়া
d. গলগি বডি
Right Answer: c. মাইটোকন্ড্রিয়া -
Q22. ত্বকে রঙের জন্য দায়ী পিগমেন্ট—
a. ক্লোরোফিল
b. ক্যারোটিন
c. মেলানিন
d. সেরোটোনিন
Right Answer: c. মেলানিন -
Q23. কফ ও সর্দি কোন ভাইরাসজনিত রোগের লক্ষণ?
a. ম্যালেরিয়া
b. ফ্লু
c. টাইফয়েড
d. হেপাটাইটিস
Right Answer: b. ফ্লু -
Q24. হজমের জন্য কোন অঙ্গ গুরুত্বপূর্ণ?
a. পাকস্থলী
b. ফুসফুস
c. হৃদপিণ্ড
d. বৃক্ক
Right Answer: a. পাকস্থলী -
Q25. কোনটি বংশগত উপাদান বহন করে?
a. ATP
b. DNA
c. RNA
d. এনজাইম
Right Answer: b. DNA -
Q26. দেহের কোন কোষ বেশি পরিমাণে অক্সিজেন নেয়?
a. স্নায়ুকোষ
b. পেশীকোষ
c. ত্বককোষ
d. রক্তকোষ
Right Answer: b. পেশীকোষ -
Q27. DNA এর জোড়া গঠিত—
a. শর্করা দিয়ে
b. নাইট্রোজেন বেস দিয়ে
c. প্রোটিন দিয়ে
d. লিপিড দিয়ে
Right Answer: b. নাইট্রোজেন বেস দিয়ে -
Q28. কোনটি স্নায়ুতন্ত্রের অংশ?
a. হৃৎপিণ্ড
b. পাকস্থলী
c. মস্তিষ্ক
d. বৃক্ক
Right Answer: c. মস্তিষ্ক -
Q29. মানবদেহের প্রধান গঠন একক—
a. টিস্যু
b. কোষ
c. অঙ্গ
d. রক্ত
Right Answer: b. কোষ -
Q30. কোনটি ফ্যাটজাতীয় পদার্থ?
a. গ্লুকোজ
b. সেলুলোজ
c. গ্লিসারিন
d. ট্রাইগ্লিসারাইড
Right Answer: d. ট্রাইগ্লিসারাইড -
Q31. কোনটি ভিটামিন D এর উৎস?
a. সূর্যালোক
b. জল
c. লবণ
d. চাল
Right Answer: a. সূর্যালোক -
Q32. চোখের আলো প্রবেশ করে—
a. কর্নিয়া
b. আইরিস
c. রেটিনা
d. লেন্স
Right Answer: a. কর্নিয়া -
Q33. লালার এনজাইম কোন খাদ্য ভাঙে?
a. ফ্যাট
b. প্রোটিন
c. কার্বোহাইড্রেট
d. ভিটামিন
Right Answer: c. কার্বোহাইড্রেট -
Q34. ফুসফুসে গ্যাস বিনিময় হয়—
a. ব্রঙ্কাসে
b. ব্রঙ্কিওলে
c. অ্যালভিওলাইতে
d. ট্র্যাকিয়ায়
Right Answer: c. অ্যালভিওলাইতে -
Q35. কোষ বিভাজনে কোনটি গুরুত্বপূর্ণ?
a. রাইবোসম
b. নিউক্লিয়াস
c. সেন্ট্রিওল
d. গলগি বডি
Right Answer: c. সেন্ট্রিওল -
Q36. অ্যামাইলে এনজাইম কাজ করে—
a. প্রোটিনে
b. ফ্যাটে
c. শর্করায়
d. ভিটামিনে
Right Answer: c. শর্করায় -
Q37. গলার স্বর তৈরি হয়—
a. ট্র্যাকিয়া
b. ল্যারিংস
c. ব্রঙ্কাস
d. ফ্যারিংস
Right Answer: b. ল্যারিংস -
Q38. কোষে প্রোটিন তৈরি হয়—
a. নিউক্লিয়াসে
b. মাইটোকন্ড্রিয়ায়
c. রাইবোসমে
d. গলগি বডিতে
Right Answer: c. রাইবোসমে -
Q39. কোনটি প্রাকৃতিক এনজাইম?
a. অ্যামাইলে
b. ডিটারজেন্ট
c. সোডা
d. পেট্রোল
Right Answer: a. অ্যামাইলে -
Q40. বৃক্কের কাজ—
a. রক্তচাপ নিয়ন্ত্রণ
b. রক্ত পরিশোধন
c. হজম
d. শ্বাস
Right Answer: b. রক্ত পরিশোধন -
Q41. মেরুদণ্ড গঠিত—
a. হাড় দিয়ে
b. পেশী দিয়ে
c. স্নায়ু দিয়ে
d. তরুণাস্থি দিয়ে
Right Answer: a. হাড় দিয়ে -
Q42. হৃদপিণ্ড কতটি কক্ষে বিভক্ত?
a. ২টি
b. ৩টি
c. ৪টি
d. ৫টি
Right Answer: c. ৪টি -
Q43. অ্যানিমিয়া হয়—
a. লোহিত কণিকার অভাবে
b. শ্বেত কণিকার অভাবে
c. প্লেটলেট অভাবে
d. হিমোফিলিয়ার জন্য
Right Answer: a. লোহিত কণিকার অভাবে -
Q44. দেহে জলীয় ভারসাম্য রক্ষা করে—
a. যকৃত
b. হরমোন
c. বৃক্ক
d. ফুসফুস
Right Answer: c. বৃক্ক -
Q45. কোন গ্যাস শ্বাসে গ্রহণ করি?
a. কার্বন ডাই-অক্সাইড
b. নাইট্রোজেন
c. অক্সিজেন
d. হাইড্রোজেন
Right Answer: c. অক্সিজেন -
Q46. জলীয় বাষ্প কিসের ফল?
a. বাষ্পীভবন
b. ঘনীভবন
c. গলন
d. কঠিনীকরণ
Right Answer: a. বাষ্পীভবন -
Q47. কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি?
a. অক্সিজেন
b. নাইট্রোজেন
c. হাইড্রোজেন
d. কার্বন ডাই-অক্সাইড
Right Answer: b. নাইট্রোজেন -
Q48. সালোকসংশ্লেষণ ঘটে—
a. রাতে
b. দিনে
c. সবসময়
d. সূর্য ছাড়া
Right Answer: b. দিনে -
Q49. রক্ত কোন পথে গন্তব্যে পৌঁছায়?
a. ধমনি
b. শিরা
c. লসিকা
d. নালি
Right Answer: a. ধমনি -
Q50. টিবি রোগ ছড়ায়—
a. খাবার দিয়ে
b. রক্ত দিয়ে
c. বাতাস দিয়ে
d. জল দিয়ে
Right Answer: c. বাতাস দিয়ে