-
Q1. কোন পদার্থটি বিদ্যুৎ পরিবাহী?
a. কাঠ
b. রাবার
c. তামা
d. কাচ
Right Answer: c. তামা -
Q2. পানির রাসায়নিক সংকেত কী?
a. CO₂
b. H₂O
c. NaCl
d. O₂
Right Answer: b. H₂O -
Q3. কোনটি প্রাণির কোষে থাকে না?
a. নিউক্লিয়াস
b. সাইটোপ্লাজম
c. কোষপ্রাচীর
d. মাইটোকন্ড্রিয়া
Right Answer: c. কোষপ্রাচীর -
Q4. শব্দের একক কী?
a. নিউটন
b. হার্টজ
c. ডেসিবেল
d. জুল
Right Answer: c. ডেসিবেল -
Q5. হরমোন তৈরি হয় কোথায়?
a. হাড়ে
b. স্নায়ুতে
c. গ্রন্থিতে
d. ত্বকে
Right Answer: c. গ্রন্থিতে -
Q6. কোনটি মস্তিষ্কের অংশ নয়?
a. সেরিব্রাম
b. সেরিবেলাম
c. মেডুলা
d. ট্র্যাচিয়া
Right Answer: d. ট্র্যাচিয়া -
Q7. DNA এর পূর্ণরূপ কী?
a. Deoxyribonucleic Acid
b. Dioxyribose Acid
c. Dual Nucleic Acid
d. Dynamic Nucleus Acid
Right Answer: a. Deoxyribonucleic Acid -
Q8. কোনটি পরমাণুর কেন্দ্রে থাকে?
a. ইলেকট্রন
b. প্রোটন ও নিউট্রন
c. নিউট্রন ও ইলেকট্রন
d. প্রোটন ও ইলেকট্রন
Right Answer: b. প্রোটন ও নিউট্রন -
Q9. কোনটি তাপ পরিবাহী পদার্থ?
a. কাঠ
b. কাচ
c. লোহা
d. প্লাস্টিক
Right Answer: c. লোহা -
Q10. অম্লের pH মান কেমন হয়?
a. ৭-এর চেয়ে বেশি
b. ৭
c. ৭-এর চেয়ে কম
d. ১০
Right Answer: c. ৭-এর চেয়ে কম -
Q11. উদ্ভিদে সঞ্চালন প্রক্রিয়া কীভাবে হয়?
a. শ্বাসক্রিয়া
b. সালোকসংশ্লেষণ
c. পরিবহন
d. পরাগায়ন
Right Answer: c. পরিবহন -
Q12. যেসব উপাদান বিদ্যুৎ পরিবাহী তা কি বলা হয়?
a. অন্তরক
b. তাপমাত্রা
c. পরিবাহী
d. স্থিতিশীল
Right Answer: c. পরিবাহী -
Q13. বাতাসের প্রধান উপাদান কী?
a. জলীয় বাষ্প
b. নাইট্রোজেন
c. অক্সিজেন
d. কার্বন ডাই-অক্সাইড
Right Answer: b. নাইট্রোজেন -
Q14. দেহের শক্তির উৎস কী?
a. শর্করা
b. প্রোটিন
c. ফ্যাট
d. ভিটামিন
Right Answer: a. শর্করা -
Q15. অ্যালকোহল জাতীয় পদার্থ কিভাবে শরীরে প্রবাহিত হয়?
a. রক্তের মাধ্যমে
b. লসিকাস তরলে
c. শ্বাসের মাধ্যমে
d. প্রোটিন দ্বারা
Right Answer: a. রক্তের মাধ্যমে -
Q16. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
a. হার্ট
b. লিভার
c. ত্বক
d. মস্তিষ্ক
Right Answer: c. ত্বক -
Q17. কোষের প্রধান অংশ কোনটি?
a. নিউক্লিয়াস
b. সাইটোপ্লাজম
c. মাইটোকন্ড্রিয়া
d. রিবোসোম
Right Answer: a. নিউক্লিয়াস -
Q18. এসিডের গুনাবলী কোনটি?
a. তিক্ত স্বাদ
b. মিষ্টি স্বাদ
c. তীব্র গন্ধ
d. তিক্ততা
Right Answer: a. তিক্ত স্বাদ -
Q19. হেমোগ্লোবিন রক্তে কী বহন করে?
a. অক্সিজেন
b. জল
c. কার্বন ডাই-অক্সাইড
d. গ্লুকোজ
Right Answer: a. অক্সিজেন -
Q20. ব্যাকটেরিয়া কোন কারণে শরীরে প্রবাহিত হয়?
a. সংক্রমণ
b. শ্বাসপ্রশ্বাস
c. খাদ্য গ্রহণ
d. বাতাসের মাধ্যমে
Right Answer: a. সংক্রমণ -
Q21. কোন গ্যাস রক্তে শোষিত হয়?
a. কার্বন ডাই-অক্সাইড
b. অক্সিজেন
c. নাইট্রোজেন
d. হাইড্রোজেন
Right Answer: b. অক্সিজেন -
Q22. জীবাণু কোনে প্রস্তুতি নেয়?
a. স্পোর
b. ফলন
c. ভাইরাস
d. স্নেহ
Right Answer: a. স্পোর -
Q23. অণু গঠনে কোনটি অংশ নেয়?
a. প্রোটন
b. ইলেকট্রন
c. নিউট্রন
d. সকল উপাদান
Right Answer: d. সকল উপাদান -
Q24. ক্ষার কাকে বলে?
a. যে পদার্থ পিএইচ মান ৭-এর কম
b. যে পদার্থ পিএইচ মান ৭-এর বেশি
c. যে পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয়
d. যে পদার্থ লবণ উৎপন্ন করে
Right Answer: b. যে পদার্থ পিএইচ মান ৭-এর বেশি -
Q25. কোষ বিভাজনের প্রধান প্রক্রিয়া কী?
a. মাইটোসিস
b. মিওসিস
c. সাইটোকাইনেসিস
d. পলিমারাইজেশন
Right Answer: a. মাইটোসিস -
Q26. মানুষের রক্তের pH কত?
a. ৮
b. ৭.৪
c. ৭
d. ৬.৮
Right Answer: b. ৭.৪ -
Q27. স্বাভাবিক তাপমাত্রায় পানি কেমন অবস্থায় থাকে?
a. কঠিন
b. তরল
c. গ্যাস
d. স্ফটিক
Right Answer: b. তরল -
Q28. শ্বাসকাজে প্রধান উপাদান কোনটি?
a. ক্যালসিয়াম
b. মাইটোকন্ড্রিয়া
c. কার্বন ডাই-অক্সাইড
d. অক্সিজেন
Right Answer: d. অক্সিজেন -
Q29. প্রাণীর মধ্যে গ্যাসের সঞ্চালন কোথায় ঘটে?
a. শ্বাসনালী
b. ফুসফুস
c. রক্তনালী
d. স্নায়ু
Right Answer: b. ফুসফুস -
Q30. কোনটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ?
a. জল
b. ইউরেনিয়াম
c. সোডিয়াম
d. ক্যালসিয়াম
Right Answer: b. ইউরেনিয়াম -
Q31. জীববিজ্ঞানে কোষের প্রধান কাজ কী?
a. শ্বাস গ্রহণ
b. প্রজনন
c. প্রোটিন তৈরি
d. শক্তি উৎপন্ন
Right Answer: c. প্রোটিন তৈরি -
Q32. উষ্ণতা সংক্রান্ত একক কোনটি?
a. ক্যালরি
b. মিটার
c. মিটার পার সেকেন্ড
d. ডিগ্রি সেলসিয়াস
Right Answer: d. ডিগ্রি সেলসিয়াস -
Q33. ইলেকট্রনের চার্জ কী?
a. ধনাত্মক
b. ঋণাত্মক
c. শূন্য
d. দ্বৈত
Right Answer: b. ঋণাত্মক -
Q34. মানবদেহে কতটি অস্থি থাকে?
a. 206
b. 210
c. 198
d. 212
Right Answer: a. 206 -
Q35. গরম হতে কি পদার্থটি ব্যবহার করা হয়?
a. তামা
b. কাঠ
c. লোহা
d. প্লাস্টিক
Right Answer: a. তামা -
Q36. জীবাণু রোগ সৃষ্টি কী কারণে হয়?
a. খাদ্য
b. অম্ল
c. সংক্রমণ
d. বায়ু
Right Answer: c. সংক্রমণ -
Q37. মানব শরীরে কী পরিমাণ জল রয়েছে?
a. 30%
b. 60%
c. 50%
d. 70%
Right Answer: b. 60% -
Q38. বিভিন্ন শ্বাসক্রিয়ায় কী প্রয়োজন?
a. অক্সিজেন
b. হাইড্রোজেন
c. নাইট্রোজেন
d. ক্যালসিয়াম
Right Answer: a. অক্সিজেন -
Q39. কিসে জল শোষণ হয়?
a. শিকড়
b. পাতার রন্ধ্র
c. কোষপ্রাচীর
d. স্নায়ু
Right Answer: a. শিকড় -
Q40. ক্ষারীয় তরল কী?
a. লবণ
b. ক্ষার
c. লবণজাত
d. জল
Right Answer: b. ক্ষার -
Q41. নিউটনের প্রথম সূত্র কী?
a. কর্মের সমান প্রতিক্রিয়া
b. গতির পরিবর্তন
c. স্থিতাবস্থায় বস্তু স্থির থাকে
d. ত্বরণের সমানুপাতিকতা
Right Answer: c. স্থিতাবস্থায় বস্তু স্থির থাকে -
Q42. যান্ত্রিক শক্তি কীভাবে পরিমাপ হয়?
a. ওজন
b. তাপমাত্রা
c. গতির পরিমাপ
d. বল ও দূরত্ব
Right Answer: d. বল ও দূরত্ব -
Q43. কোন ধরনের পদার্থ দ্রুত গরম হয়?
a. তামা
b. কাঠ
c. প্লাস্টিক
d. লোহা
Right Answer: a. তামা -
Q44. আলো কি দ্রুত ভ্রমণ করে?
a. 300,000 কিমি/সেকেন্ড
b. 300 কিমি/সেকেন্ড
c. 500,000 কিমি/সেকেন্ড
d. 1,000 কিমি/সেকেন্ড
Right Answer: a. 300,000 কিমি/সেকেন্ড -
Q45. সুরা কী?
a. সঙ্গীতের উচ্চারণ
b. শ্বাস
c. তরঙ্গ
d. শব্দের ফ্রিকোয়েন্সি
Right Answer: d. শব্দের ফ্রিকোয়েন্সি -
Q46. আমাদের শরীরের প্রধান শক্তি কৃতিত্ব যা তৈরি করে?
a. মাইটোকন্ড্রিয়া
b. কোষপ্রাচীর
c. হেমোগ্লোবিন
d. লিভার
Right Answer: a. মাইটোকন্ড্রিয়া -
Q47. ফলকের শ্রেণী কী?
a. গাছের রন্ধ্র
b. শ্বাসক্রিয়া
c. অক্সিজেন সংরক্ষণ
d. স্নায়ু
Right Answer: a. গাছের রন্ধ্র -
Q48. কোন ধরনের অণু প্রোটিন তৈরি করে?
a. ডিএনএ
b. রিবোসোম
c. মাইটোকন্ড্রিয়া
d. রক্ত
Right Answer: b. রিবোসোম -
Q49. কোন তন্ত্র থেকে দেহের সঙ্কেত আসে?
a. শ্বাসক্রিয়া
b. স্নায়ু
c. কোষ
d. রক্ত
Right Answer: b. স্নায়ু -
Q50. শ্বাসপ্রশ্বাসের মধ্যে কোনটি প্রধান উপাদান?
a. নাইট্রোজেন
b. অক্সিজেন
c. জলীয় বাষ্প
d. কার্বন ডাই-অক্সাইড
Right Answer: b. অক্সিজেন